আইসক্রিম চোর ধরিয়ে দিলে চার লাখ!

প্রকাশঃ আগস্ট ১৩, ২০১৬ সময়ঃ ১২:৫৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৫৮ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক:

_90771519_gettyimages-71570285

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের এক কোটিপতি ব্যবসায়ী দোকান থেকে আইসক্রিম চোর ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছেন। এর পরিমাণ পাঁচ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় পুরস্কারের আর্থিক মূল্য প্রায় চার লাখ টাকা।

শত কোটিপতি ঐ ব্যবসায়ীর নাম জন ক্যাসিম্যাটিডিস। নিউিইয়র্কের সাবেক এ মেয়রপ্রার্থী বলেন, চোরেরা আইসক্রিমের এসব কার্টন চুরি করে ছোটো দোকানগুলোতে বিক্রি করে। এসব দোকান স্থানীয়ভাবে বোডেগা নামে পরিচিত।

মুদি ব্যবসার টাইকুন হিসেবে পরিচিত জন ক্যাসিম্যাটিডিস চোরদের ধরিয়ে দিতে টুইটারে পুরস্কারের ঐ ঘোষণা দেন। সেখানে তিনি দোকান থেকে চুরি হচ্ছে-এমন ভিডিওচিত্রও তুলে দেন। বলেন, নিউইয়র্ক শহরের সুপারমার্কেটগুলোর ভোগান্তির কথা চিন্তা করে তিনি এ পুরস্কার ঘোষণা করলেন।

সম্প্রতি নিউইয়র্ক শহরে আইসক্রিম চোর বেড়ে গেছে। পুলিশ ইতোমধ্যে এ বিষয়ে আড়াই শটি অভিযোগ পেয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে ইতোমধ্যে তারা ১৩০ জনকে গ্রেপ্তারও করেছে। সূত্র : বিবিসি।

প্রতিক্ষণ/এডি/একে

=====

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G