আগস্ট মাসের বিজ্ঞান পঞ্জি
প্রতিক্ষণ ডেস্ক
প্রতিটি মাসেই রয়েছে কোন না কোন বিজ্ঞানীর জন্ম অথবা মৃত্য কিংবা রয়েছে বিজ্ঞানের কোন আবিষ্কার। আগস্ট মাসের এমন কিছু ঘটনা নিয়ে আজকের আয়োজন।
জন্ম
১/১৮৮৫ নোবেলজয়ী [১৯৪৩] হাঙ্গেরীয় রসায়নবিদ জর্জ দ্য হেবেসি
১/১৮৯৫ বাংলায় বিজ্ঞানচর্চার পথিকৃৎ স্বভাববিজ্ঞানী গোপালচন্দ্র ভট্টাচার্য
২/১৮৬১ রসায়নবিদ আচার্য প্রফুল্লচন্দ্র রায়
৫/১৮০২ নরওয়ের বিখ্যাত গণিতবিদ নীলস হেনরিক অ্যাবেল (Niels Henrik Abel)
৫/১৯৩০ চন্দ্রপৃষ্ঠে অবতরণকারী প্রথম নভোচারী নিল আর্মস্ট্রং
৬/১৮৮১ নোবেলজয়ী [১৯৪৫] স্কটিশ জীবাণুতত্ত্ববিদ স্যার আলেকজান্ডার ফ্লেমিং
৮/১৯০১ নোবেলজয়ী [১৯৩৯] মার্কিন পারমাণবিক পদার্থবিদ আর্সেস্ট লরেন্স
৮/১৯০২ নোবেলজয়ী [১৯৩৩] পদার্থবিদ পল ডিরাক
৯/১৮৭১ বিমান আবিস্কারের পুরোধা রাইট ভাতৃদ্বয়ের একজন অরভিল রাইট OrvilleWright)
১১/১৮৫৮ নোবেলজয়ী [১৯২৯] ওলন্দাজ চিকিৎসক ক্রিস্টিয়ান আইকমান
১২/১৮৮৭ অস্ট্রিয় পদার্থবিদ এরভিন শ্রোয়েডিংগার
১৩/১৯১২ নোবেলজয়ী [১৯৬৯] ইতালীয় মার্কিন জীববিজ্ঞানী সালভাদর লুরিয়া
১৫/১৮৯২ ফরাশি পদার্থবিদ লুইস দ্য ব্রগলী
১৬/১৮৪৫ নোবেলজয়ী [১৯০৮] পদার্থবিদ গাব্রিয়েল লিপমান
১৬/১৯০৪ নোবেলজয়ী (১৯৪৬) মার্কিন জৈবরসায়নবিদ ওয়েনডেল মেরেডিথ স্ট্যানলি (Wendell Meredith Stanley)
১৯/১৮৭১ মার্কিন বিমান নকশাকার অরভিল রাইট
২৩/১৯৩১ নোবেলজয়ী [১৯৭৮] মার্কিন অণুজীববিজ্ঞানী হ্যামিলটন ও থানেল স্মিথ
২৫/১৯১৬ নোবেলজয়ী [১৯৫৪] মার্কিন অণুজীববিজ্ঞানী ফ্রেডেরিক রবিনস
২৬/১৮৭৩ মার্কিন বেতার ও টিভি উদ্ভাবক ডি ফরেস্ট
২৮/১৯১৯ নোবেলজয়ী [১৯৭৯] বিদ্যুৎ প্রকৌশলী গডফ্রি হাউন্সফিল্ড
২৯/১৯০৪ নোবেলজয়ী [১৯৫৬] জার্মান চিকিৎসক ভারনার ফ্রোসমান
৩০/১৭৯৭ ‘ফ্রাঙ্কেনস্টাইন’ গ্রন্থের লেখিকা ও কবি শেলির স্ত্রী মেরি ওলস্টোনক্র্যাফট শেলি
৩০/১৮৫২ রসায়নে নোবেলজয়ী (১৯০১) ডাচ বিজ্ঞানী হেন্ড্রিকাস ভান্ট হফ (Jacobus Henricus van’t Hoff)
৩০/১৮৭১ নিউক্লীয় রসায়নের জনক আনের্স্ট রাদারফোর্ড
৩১/১৮২১ জার্মান পদার্থবিদ ভন হেলমোজ
মৃত্যু
২/১৮৯৪ প্রথম বাঙালি স্থপতি নীলমণি মিত্র
২/১৯২২ স্কট বিজ্ঞানী আলেকজান্ডার গ্রাহাম বেল
৫/১৯৭৭ নোবেলজয়ী [১৯৩২] ব্রিটিশ শারীরতত্ত্ববিদ এডগার অ্যাড্রিয়ান
৬/১৯৫৭ নোবেলজয়ী [১৯৩২] মার্কিন রসায়নবিদ আরভিং ল্যাংম্যুয়ির
৯/১৯৬৯ নোবেলজয়ী [১৯৫০] ইংরেজ পদার্থবিদ ফ্র্যাংক পাওয়েল
১১/১৯৭২ নোবেজয়ী [১৯৫১] আফ্রিকান-মার্কিন অণুজীব বিজ্ঞানী ম্যাক্স থিলাব
১২/১৯৮৯ ট্রানজিস্টর আবিষ্কারক ত্রয়ের একজন উইলিয়াম ব্রাডফোর্ড শকলি
১৪/১৯৪১ নোবেলজয়ী [১৯১২] ফরাসি রসায়নবিদ পল সাবাতিয়
১৪/১৯৫৮ নোবেলজয়ী (১৯৩৫) ফরাসি পদার্থবিদ ফ্রেডেরিখ জোলিও কুরি (Frédéric Joliot-Curie)
১৬/১৯৭৩ নোবেলজয়ী [১৯৫২] অণুজীববিজ্ঞানী সেলমান ওয়াকসম্যান
১৯/১৬৬২ ফরাশি গনিতজ্ঞ ও পদার্থবিদ বেলেসি প্যাসকেল
২০/১৯১৫ নোবেলজয়ী (১৯০৮) জার্মান জীবাণুবিদ পল এইরলিখ (Paul Ehrlich)
২২/১৮২৮ জার্মান স্নায়ুশরীরতত্ত্ববিদ ফ্রানৎস ইয়োসেফ গল
২৩/২০০৮ চিকিৎসাশাস্ত্রে নোবেলজয়ী (১৯৫৪) মার্কিন চিকিৎসক টমাস হাকল ওয়েলার (Thomas Huckle Weller)
২৫/১৮১৯ বাষ্পীয় ইঞ্জিনের উদ্ভাবক স্কটিশ বিজ্ঞানী জেমস ওয়াট
২৫/১৮৬৭ বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে
২৫/১৯০৮ নোবেলজয়ী [১৯০৩] ফরাসি পদার্থবিদ এন্টোনীয় হেনরি (আঁরি) বেকুয়্যারেল
২৫/২০১২ প্রথম চন্দ্রবিজয়ী মানব নীল আর্মস্ট্রং
২৬/১৭২৩ অণুবীক্ষণ যন্ত্রের উদ্ভাবক ওলন্দাজ বিজ্ঞানী আন্তেনি ভান লিউভেনহুক
৩০/১৯৪০ ব্রিটিশ পদার্থবিদ জোসেফ জন থমসন
ঘটনা
১/১৭৭৪ স্যার জোসেফ প্রিস্টলি অক্সিজেন আবিষ্কার করেন।
৫/১৯১৪ মার্কিন যুক্তরাষ্ট্রের ওহিওতে প্রথম বৈদ্যুতিক ট্রাফিক সংকেত ব্যবস্থা প্রবর্তিত হয়।
৬/১৯৪৫ জাপানের হিরোশিমায় মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের প্রথম পরমাণু বোমা নিক্ষেপ করে। দিনটি হিরোশিমা দিবস হিসেবে পালিত হয়।
৭/১৯১৩ ঢাকা জাদুঘর প্রতিষ্ঠিত।
৮/১৯৫৫ জেনিভায় পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ৭২টি দেশের ১২০০ বিজ্ঞানীর এক আন্তর্জাতিক সম্মেলন শুরু।
৯/১৯৪৫ নাগাসাকিতে মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয়বার পারমাণবিক বোমাবর্ষণ করে। দিনটি নাগাসাকি দিবস হিসেবে পালিত হয়।
১০/১৬৭৫ রয়াল গ্রিনউইচ অবজারভেটরি স্থাপিত হয়।
১৬/১৯৩৪ মার্কিন অভিযাত্রী বারমুডার কাছে সমুদ্রের ৩.০৮ ফুট [১.৯২২ মিটার] তলদেশে নামেন।
২০/১৮৯৭ নোবেলজয়ী [১৯০২] বিজ্ঞানী রোনাল্ড রস ম্যালেরিয়ার জীবাণু আবিষ্কার করেন।
২৭/১৯৫৮ সোভিয়েত ইউনিয়ন দুটি কুকুরসহ স্পুটনিক-৩ উৎক্ষেপণ করে।
২৯/১৮৩১ মাইকেল ফ্যারাডে বিদ্যুত প্রবাহ আবিষ্কার করেন।
২৯/১৯৫৩ সোভিয়েত ইউনিয়ন হাইড্রোজেন বোমার বিস্ফোরণ ঘটায়।
প্রতিক্ষণ/এডি/নির্ঝর