আগাম জামিন পেল বিএনপির তিন নেতা

প্রকাশঃ জুলাই ৯, ২০১৫ সময়ঃ ৩:২১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:২৮ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

bnpগাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার,তরিকুল ইসলাম ও আবদুল আউয়াল মিন্টুকে  চার সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

আজ বৃহস্পতিবার  বিচারপতি জিয়াউল করিম ও বিচারপতি জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।

বিএনপির নেতাদের পক্ষে অ্যাডভোকেট জয়নুল আবেদীন, অ্যাডভোকেট সগির হোসেন লিয়ন ও অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন শুনানিতে অংশগ্রহণ করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল পরাগ হোসেন।

অ্যাডভোকেট জয়নুল আবেদীন জানান, রাজনৈতিকভাবে হয়রানি করার জন্যই এসব মামলা করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগে আসামিরা অংশগ্রহণ করেছেন, তারও কোনো প্রমাণ নেই। আসামিরা সাবেক মন্ত্রী ও দেশের সম্মানিত নাগরিক। আদালত আবেদন গ্রহণ করেই তিনজনকে জামিন দিয়েছেন।

প্রতিক্ষণ/এডি/জুয়েল

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G