আগামীকাল সারাদেশে ছাত্রদলের ধর্মঘট

প্রকাশঃ মার্চ ১৫, ২০১৫ সময়ঃ ৩:০২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:০২ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম

Tareq-JCD-03.02.1-thereport24আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে গ্রেফতারের পর অস্বীকার করা এবং দেশব্যাপী ছাত্রদল নেতাদের হত্যা, গুম, গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে আগামীকাল সোমবার বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে ছাত্রদল।

রোববার দুপুরে ছাত্রদলের সহ-সভাপতি নাজমুল হাসানের সাক্ষরিত এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করে ছাত্রদলের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান।

ছাত্রদলের এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ দেশের সকল জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয়সমূহে পালন করা হবে বলে বিবৃতিতে জানানো হয়।

ঐ বিবৃতিতে ছাত্রদলের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান বলেন, স্বৈরাচারী অবৈধ সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাস চালাচ্ছে। পরিকল্পিতভাবে মানুষ হত্যা, অপহরণ, গুম এ সরকারের প্রধান বৈশিষ্ট্যে পরিণত হয়েছে।

বিবৃতিতে বলা হয়, গ্রেফতার করে থানায় নিয়ে গুলি করে আহত ও পঙ্গু করা সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দিনের রুটিন ওয়ার্কে পরিণত হয়েছে। প্রতিনিয়ত দেশের আইন, সংবিধান এবং মানবাধিকার লঙ্ঘন করে সরকার বাংলাদেশকে বিশ্বের দরবারে মানবিক বিপর্যয়ের একটি দেশ হিসেবে পরিচিত করেছে।

কারো নামে মামলা থাকলে তাকে আইন অনুযায়ী গ্রেফতার করে আদালতে সোপর্দ করতে পারেন, কিন্তু গ্রেফতার করে দিনের পর দিন নিখোঁজ করে রাখার এখতিয়ার কোনো বাহিনীকে দেওয়া হয়নি।

নেতৃদ্বয় বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদ, ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, সোহরাওয়ার্দী কলেজ শাখার সাধারণ সম্পাদক ইউসুফ কামাল জনি, তিতুমীর কলেজ ছাত্রদল নেতা মেহেদী হাসান কে নিঃশর্ত মুক্তি দিয়ে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান।

প্রতিক্ষণ/এডি/রবি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G