আগ্নেয়গিরির সঙ্গে সেলফি!
প্রতিক্ষণ ডেস্ক
সারা পৃথিবী জুড়ে এখন একটাই ক্রেজ। সেলফি ক্রেজ। ঘুমাতে গেলে সেলফি, বাহিরে যাওয়ার সময় সেলফি, খেতে গেলে সেলফি এমনকি পড়তে বসলেও সেলফি! কখন যে সেলফি তোলা হয় না এখন সেটাই ভাববার বিষয়! সেলফি তুলতে কতজন কত কিছুই না করেছেন। অনেক ফুট উঁচুতেও গিয়েছেন সেলফি তুলতে। কিন্তু লস অ্যাঞ্জেলসের নিক হাইক সেলফি তোলার জন্য যা করেছেন তা হয়তো খুব কম লোকই করার সাহস পাবেন।
ভানুয়াতুর অ্যামব্রিম দ্বীপের বেনবো নামে একটি জীবন্ত আগ্নেয়গিরির লাভামুখের সামনে দাঁড়িয়ে সেলফি তুলে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন নিক হাইক।
এত ঝুঁকি নিয়ে সেলফি তুলতে গিয়ে প্রাণ হারাতে পারতেন নিক। কিন্তু তিনি সেটার তোয়াক্কা না করেই তুললেন আগ্নেয়গিরির সঙ্গে সেলফি!
নিকের বন্ধু ব্র্যাডলি অ্যামব্রোস বলেন, ‘ভাবতে পারেন, গল গল করে লাভা বেরোচ্ছে, আর সেখানে গিয়ে সেলফি তুলছে একজন মানুষ!’
প্রতিক্ষণ/এডি/এফটি