আজ আদালতে যাবেন খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক:
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির অভিযোগের মামলায় হাজিরা দিতে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় গুলশানের বাসভবন থেকে আদালতের উদ্দেশে রওনা দেবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বৃহস্পতিবার রাজধানীর বকশিবাজারের আলিয়া মাদ্রাসা মাঠের বিশেষ আদালতে যাবেন বিএনপি চেয়ারপারসন। সকাল সাড়ে ৯টায় তিনি বাসা থেকে বের হবেন বলে জানান, বিএনপি নেত্রীর মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।
রাজধানীর বকশিবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে খালেদা জিয়ার বিরুদ্ধে ওই দুই দুর্নীতি মামলার বিচারিক কার্যক্রম চলছে।
২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতিমদের সহায়তা করার উদ্দেশে একটি বিদেশি ব্যাংক থেকে আসা দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাত করার অভিযোগ এনে এ মামলা দায়ের করা হয়।
অন্যদিকে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা দায়ের করা হয়। জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ এনে এ মামলা দায়ের করা হয়।
এর আগে, কয়েক দফা শুনানিতে হাজির না হওয়ায় গত ২৫ ফেব্রুয়ারি দুই মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। গত ৫ এপ্রিল আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন তিনি। এর পরের শুনানির দিনে আদালতে হাজির হননি বিএনপি প্রধান।