আজ থেকে ঈদের নতুন নোট

প্রকাশঃ সেপ্টেম্বর ১, ২০১৬ সময়ঃ ১১:৪৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৩৯ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

1472571205

ঈদুল আজহা উপলক্ষে আজ (বৃহস্পতিবার) থেকে নতুন টাকার নোট বিনিময় শুরু হবে। নোট বিনিময়ের এ কার্যক্রম চলবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত। রাজধানীতে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসের পাশাপাশি বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ১৪টি শাখায় নতুন নোট পাওয়া যাবে।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে  জানা গেছে, কোরবানির পশুসহ অন্যান্য কেনাকাটায় বাড়তি খরচের কথা মাথায় রেখে এবার নতুন-পুরনো মিলে ৩০ হাজার কোটি টাকার নোট সরবরাহের ব্যবস্থা রেখেছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে একদম নতুন নোট রয়েছে ১৫ হাজার কোটি টাকা।

“৮ সেপ্টেম্বর পর্যন্ত যতো নতুন টাকাই প্রয়োজন হোক না কেন, বাংলাদেশ ব্যাংকের অফিসগুলো থেকে সরবরাহ করা হবে।” এককভাবে কোনো ব্যক্তি আট হাজার ৭০০ টাকার বেশি নতুন নোট সংগ্রহ করতে পারবেন না।

“প্রতিজনকে ১০০টি ৫০ টাকা নোটের একটি বান্ডেল, ১০০টি ২০ টাকা নোটের একটি বান্ডেল, ১০০টি পাঁচ টাকার নোটের একটি বান্ডেল এবং ১০০টি দুই টাকা নোটের একটি বান্ডেল দেওয়া হবে।”

বাংলাদেশ ব্যাংক বলছে, মৌসুমী ব্যবসায়ী ও দালাল রুখতে এবারো বাংলাদেশ ব্যাংকের মাতিঝিল অফিসে নতুন টাকা বিনিময়ে ডিজিটাল ডিসপ্লের ব্যবহার করা হবে। এই পদ্ধতিতে আঙুলের ছাপ নেয়ার পর কূপনের সিরিয়ালে টাকা সরবরাহ করা হবে।

রাজধানীর মতিঝিলের বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় থেকে নতুন নোট বদলে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।  প্রত্যেক ব্যক্তি ঈদের আগের শেষ কর্মদিবস পর্যন্ত দুইবার নতুন নোট বদলে নিতে পারবেন। সারা দেশে বাংলাদেশ ব্যাংকের নয়টি শাখার মাধ্যমেও পুরোনো নোট বিনিময় করে নতুন নোট সংগ্রহ করা যাবে। এ ছাড়া প্রতিটি বিভাগীয় শহরের একটি বাণিজ্যিক ব্যাংকের শাখার মাধ্যমে নতুন নোট বিনিময় করতে পারবেন গ্রাহকরা।

৮ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংক লেনদেন চলাকালে নতুন নোট সংগ্রহ করা যাবে। চাহিদা মেটাতে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে সারা বছরই কাগুজে নোট সরবরাহ করে কেন্দ্রীয় ব্যাংক। তবে দুই ঈদে সাধারণ মানুষের মাঝেও নতুন টাকার নোট বিতরণ করা হয়।

 

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G