আটক সাংবাদিককে মুক্তির সিদ্ধান্ত

প্রকাশঃ জুন ২৩, ২০১৫ সময়ঃ ১:১৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৫২ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক:

journaআল জাজিরার সাংবাদিক আহমেদ মনসুরকে শনিবার রাজধানী বার্লিন থেকে আটক করা হলেও, সোমবার দুপুর নাগাদ ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নেয় জার্মানি৷

মিশর ও ব্রিটেনের নাগরিক আহমেদ মনসুরকে শনিবার বার্লিনের টেগেল বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়৷

জার্মান পুলিশ জানায়, ৫২ বছর বয়সী এই সাংবাদিককে ইন্টারপোল খুঁজছে৷ মিশরে নির্যাতন মামলায় ১৫ বছরের কারাদণ্ডপ্রাপ্ত এ সাংবাদিককে ধরার জন্য সে দেশের সরকার ইন্টারপোলের সহায়তা চেয়েছে বলেও জানানো হয়৷ কিন্তু রবিবার এক ভিডিও বার্তায় আটককৃত সাংবাদিক দাবি করেন যে, তার বিরুদ্ধে অভিযোগটি মিথ্যা এবং তিনি আশঙ্কা করেন, মিশর এবং জার্মান সরকারের আঁতাতের কারণেই তাকে আটক করা হয়েছে, ইন্টারপোল-এর অনুরোধে নয়৷

আহমেদ মনসুর বলেন, ‘‘তদন্তকারীরা জানিয়েছেন, আমাকে ইন্টারপোলের অনুরোধে গ্রেপ্তার করা হয়নি, অনুরোধটা নাকি জার্মান সরকারই করেছিল’’।

এদিকে রোববার বার্লিনে আহমেদ মনসুরের মুক্তির দাবিতে সমাবেশ হয়৷ সোমবার স্থানীয় সময় দুপুর নাগাদ মনসুরকে ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নেয় জার্মানি৷ জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানা গেছে ৷

প্রতিক্ষণ/এডি/নূর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G