আদালতের সামনে ৬ ককটেল বিস্ফোরণ

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৭, ২০১৫ সময়ঃ ১১:৩৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৩৮ পূর্বাহ্ণ

আদালত প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

20150217_105025রাজধানীর পুরান ঢাকায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনের রাস্তায় পরপর ছয়টি ককটেল বিস্ফোরণ ঘটেছে। এসময় আদালতে হাজির করানোর জন্য কয়েদিদের বহনকারী দু’টি প্রিজন ভ্যান প্রবেশ করছিল। বিস্ফোরণে কেউ আহত হয়নি।

মঙ্গলবার সকাল পৌনে ১১টায় এ ঘটনা ঘটে।বিস্ফোরণের সঙ্গে সঙ্গে পুলিশ সদস্যরা ঘটনাস্থলের দিকে ছুটে যান। দুর্বৃত্তদের খোঁজে মোটর সাইকেল নিয়ে গলির দিকেও ছুটে যায় পুলিশ। কিন্তু কাউকে আটক করতে পারেনি।বিস্ফোরণের পর আদালতে সতর্ক অবস্থান নেয় পুলিশ।

উল্লেখ্য, এর আগেও কয়েকবার হরতালের দিনে সিএমএম আদালতের সামনের এই রাস্তায় একই স্থানে ককটেল বিস্ফোরণ ঘটেছে। প্রতিটি হরতালের দিনেই এখানে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এর পরও আজকের এই বিস্ফোরণের ঘটানো এড়াতে পারেনি পুলিশ।

প্রতিক্ষণ/এডি/রেজা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G