আনফিট বাপ্পি!

প্রথম প্রকাশঃ জুলাই ৬, ২০১৫ সময়ঃ ১১:৪৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:২৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

bappy-choudhuriজাজ মাল্টিমিডিয়ার নতুন সিনেমা ‘তালাশ- দ্য ক্রাইসিস’এর শুটিং পেছানো হয়েছে। কারণ হিসেবে পরিচালক সৈকত নাসির বাপ্পীর ফিটনেস সমস্যার কথা বলছেন।

নাসির বলেন, ‘বিভিন্ন কারণেই ১ জুলাই থেকে সিনেমার শুটিং শুরু করতে পারিনি। সিনেমাটির চিত্রনায়ক শারীরিকভাবে আনফিট। এছাড়া আবহাওয়া তেমন ভালো না। আমাদের প্রথম লটের পুরো শুটিং আউটডোরে। শুটিং চলাকালে বৃষ্টি বাগড়া দিতে পারে। তাছাড়া সামনে ঈদ আসছে। সব মিলিয়ে ঈদের পরেই সিনেমাটির শুটিং করবো’।

বাপ্পীও একই কথা বলেন, ‘অভিনয় করার জন্য পুরোপুরি ফিট নই আমি। এ কারণে কয়েক দিন বিশ্রাম নিয়ে ১১ জুলাই থেকে শুটিংয়ে অংশ নেওয়ার প্রত্যাশা করছি।’ ‘তালাশ- দ্য ক্রাইসিস’ এ আরো অভিনয় করছেন বিপাশা কবির ও এবিএম সুমন।

প্রতিক্ষণ/এডি/নির্ঝর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G