আন্তর্জাতিক আসর : ব্যাডমিন্টন ফেডারেশনের প্রশিক্ষণ শুরু

প্রথম প্রকাশঃ নভেম্বর ৮, ২০২২ সময়ঃ ৬:৩০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৩০ অপরাহ্ণ

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন ঢাকায় অনুষ্ঠেয় দু’টি আন্তর্জাতিক টুর্নামেন্টকে সামনে রেখে মাসব্যাপী প্রশিক্ষণ ক্যাম্প শুরু করেছে। বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের ব্যবস্থাপনায় আগামী ৭-১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ‘ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ-২০২২ এবং ‘ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ জুনিয়র ইন্টারন্যাশনাল সিরিজ-২০২২’ নামে দু’টি আন্তর্জাতিক  টুর্নামেন্ট।

সিনিয়র ও জুনিয়র পর্যায়ের আসন্ন দু’টি  টুর্নামেন্টে ভাল করার লক্ষ্যে বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে আজ শুরু হওয়া  প্রশিক্ষণ ক্যাম্প চলবে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত।

বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ও তথ্য কমিশনার ড. আবদুল মালেক প্রধান অতিথি হিসেবে  প্রায় মাসব্যাপী  এ প্রশিক্ষণ  ক্যাম্পের উদ্বোধন করেন। এছাড়াও বর্তমান এ্যাডহক কমিটির সকল সদস্যসহ ব্যাডমিন্টন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G