আপিল করলেন মুরসি
আন্তর্জাতিক ডেস্ক
মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আদালতে আপিল করেছেন মিশরের প্রাক্তন প্রেসিডেন্ট মুহম্মদ মুরসি। প্রাক্তন স্বৈরশাসক হোসনি মুবারকের আমলে জেল ভাঙার একটি মামলায় তাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
মুরসির আইনজীবী আবদেল মাকসুদ জানিয়েছেন, জেল ভাঙার মামলায় মুরসিসহ দলের প্রায় ১০০ নেতা-কর্মীর বিরুদ্ধে দেওয়া আদালতের রায়ের বিরুদ্ধে আদালতে আপিল করেছেন তিনি। এছাড়া, গুপ্তচরবৃত্তির অভিযোগে মহম্মদ মুরসি ও নিষিদ্ধ ঘোষিত ইখওয়ানের আরো কয়েকজন নেতাকে দেওয়া যাবজ্জীবন কারাদণ্ডের বিরুদ্ধেও তিনি আপিল করেছেন।
আন্তর্জাতিক মহলের প্রতিবাদ ও নিন্দা সত্ত্বেও গত জুন মাসে মুরসির বিরুদ্ধে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ডের সাজা বহাল রাখে মিশরের আদালত।
তবে আদালতের এ রায়ে অনেকে বলছেন, মুরসিকে ক্ষমতা থেকে উচ্ছেদকারী জেনারেল আবদেল ফাত্তাহ আস-সিসির দমন-পীড়নের একান্ত সঙ্গী হয়েছে মিশরের আদালত। এ পর্যন্ত আদালত ইখওয়ানের কয়েকশ’ নেতা-কর্মীর বিরুদ্ধে ফাঁসির আদেশ দিয়েছে।
প্রতিক্ষণ/এডি/এমএস