আফগানিস্তানে সংঘর্ষে নিহত ২০

প্রকাশঃ মে ২৭, ২০১৫ সময়ঃ ৪:০৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:০৫ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

afganistanআফগানিস্তানের বিভিন্ন এলাকায় তালেবান এবং নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে অন্তত ২০ নিরাপত্তাকর্মী নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন।

মঙ্গলবার এ হতাহতের ঘটনা ঘটে। এক বিবৃতিতে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নানগড়হার, লাঘমান, কুন্দুজ, বাদাখশান ও পাকটিয়া প্রদেশে তালেবানবিরোধী অভিযান চালায় জাতীয় নিরাপত্তা বাহিনী।

এসময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা বেশকিছু অস্ত্র জব্দ করে ও ল্যান্ডমাইন নিষ্ক্রিয় করে।

এদিকে দক্ষিণের প্রদেশ কান্দাহারেও তালেবানদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে।

অপরদিকে পূর্বাঞ্চলের প্রদেশে ওয়ারদাকের স্থানীয় একটি আদালতে চার আত্মঘাতী বোমা হামলাকারী হামলা চালিয়েছে। এসময় বোমার বিস্ফোরণে দুই পুলিশ সদস্য নিহত হয়েছে।

প্রসঙ্গত, গত বছর আফগানিস্তান থেকে বিদেশি সেনাদের প্রত্যাহার করা হয়। এরপর থেকেই দেশটিতে তালেবানদের হামলার সংখ্যা বেড়েছে।

প্রতিক্ষণ/এডি/জহির

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G