আফ্রিকা বধের মিশন কাল!

প্রথম প্রকাশঃ জুলাই ৪, ২০১৫ সময়ঃ ২:৪৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৫৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

আগামীকাল আবারও মাঠে নামছে টাইগার বাহিনী। তবে এবার টাইগারদের লক্ষ্য সফরকারী দক্ষিণ আফ্রিকাকে বধ করা। ঘরের মাঠ মিরপুরে প্রথম টি-২০ ম্যাচ দিয়ে বাংলাদেশ-আফ্রিকা সিরিজ শুরু হবে।রমজানের কারণে খেলার সময় এগিয়ে আনা হয়েছে। বাংলাদেশ সময় দুপুর ১টায় খেলা শুরু হবে।

এদিকে গতকাল শুক্রবার প্রস্তুতি টি-২০ ম্যাচে বিসিবি একাদশকে বিশাল ব্যবধানে হারিয়ে মানসিকভাবে ভালোই এগিয়ে রয়েছে প্রোটিয়ারা। তবে দেশের মাটিতে টানা ভালো খেলা মাশরাফি বাহিনী মোটেও ছাড় দিতে রাজি নন আফ্রিকাকে। ভারত এবং পাকিস্তানের বিপক্ষে যে ধারাবাহিকতা দেখিয়েছিল বাংলাদেশ, সেই ধারাবাহিকতা আফ্রিকার বিপক্ষেও অব্যাহত থাকবে বলে কোচ, অধিনায়কসহ সবার প্রত্যাশা।bd vs south

শনিবার সকাল থেকে আসন্ন বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা প্রথম টি২০ ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়েছে।সকাল ১০টায় টিকিট বিক্রি শুরু হলেও, টিকিটের জন্য রাত থেকেই লাইনে দাঁড়ান অনেকেই। অনেক সমর্থক অভিযোগ করেন অর্থের বিনিময়ে অনেককেই লাইনে প্রবেশের সুযোগ করে দেয় পুলিশ। পাশাপাশি লাইনে দাঁড়িয়ে থাকাদের কাছ থেকেও স্থানীয়দের চাঁদা আদায়ের অভিযোগ করেন অনেকেই।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G