আবারও বড় পর্দায় চঞ্চল

প্রথম প্রকাশঃ মার্চ ৩০, ২০১৫ সময়ঃ ২:২৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:০৫ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

chonchol-smছোটপর্দার জনপ্রিয় অভিনেতা চঞ্চল আবারও বড় পর্দায় চুক্তিবদ্ধ হয়েছেন।  অমিতাভ রেজার পরিচালনায় ছবিটির নাম দেয়া হয়েছে ‘আয়নাবাজি’। এতে তাকে দেখা যাবে একজন বহুরূপী মানুষের চরিত্রে   চঞ্চল চৌধুরী ছাড়াও ছবিতে আরও অভিনয় করবেন লুৎফর রহমান জর্জ, গাউসুল আলম শাওন, হীরা চৌধুরী প্রমুখ। তবে নায়িকা চরিত্রটিতে এখনও কাউকে নির্বাচন করা হয়নি। ছবিটির কাহিনী লিখেছেন গাউসুল আলম শাওন এবং চিত্রনাট্য করেছেন অনম বিশ্বাস। আয়নাবাজি ছবির গানগুলো তৈরি করবেন হাবিব ওয়াহিদ, ফুয়াদ, অর্ণব এবং চিরকুট ব্যান্ডদল। উল্লেখ্য, এর আগে চঞ্চল চৌধুরী তৌকীর আহমেদের পরিচালনায় ‘রূপকথার গল্প, গিয়াসউদ্দিন সেলিমের ‘মনপুরা’, গৌতম ঘোষের ‘মনের মানুষ’ এবং মোস্তফা সরয়ার ফারুকীর ‘টেলিভিশন’ ছবিতে অভিনয় করেন।

প্রতিক্ষণ/এডি/পাভেল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G