আবারও সালমান শাহ’র মৃত্যু রহস্যের তদন্ত শুরু
এত বছর পর আবারও বাংলাদেশের সিনেমা জগতে নব্বইয়ের দশকের জনপ্রিয় নায়ক সালমান শাহ’র মৃত্যু রহস্য তদন্ত শুরু হয়েছে পুলিশের নবগঠিত সংস্থা ‘পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন’ (পিবিআই) এর মধ্য দিয়ে।
এর আগে চার দফা তদন্ত হওয়ার পরও জানা যায়নি, সালমান শাহ আত্মহত্যা করেছিলেন নাকি তাঁকে খুন করা হয়েছিল; এ প্রশ্নের উত্তরটি।
নতুন তদন্তকারীরা ২০ বছর আগের মৃত্যু রহস্যটি পুনরুদ্ধারের চেষ্টা করছেন। তবে এত বছর পর কাজটি যে সহজ হবে না, তা ভালোভাবে জেনেই তারা মাঠে নেমেছেন।
২০ বছরে অনেক আলামতই আর অবিকৃত নেই। অনেককেই আর সাক্ষ্যের জন্য পাওয়া যাবে না বলেই পিবিআই এর জন্য কাজটি বেশ কঠিনও বটে।
ইতোমধ্যে, বিচার বিভাগীয় তদন্ত চলেছে ১৫ বছর ধরে । সব কটি তদন্ত প্রতিবেদনেই এটিকে আত্মহত্যা বলে উল্লেখ করা হয়েছে। কিন্তু প্রতিবার তদন্ত প্রতিবেদন জমা পড়ার পর পরিবারের আপত্তির (নারাজি) মুখে তদন্ত সংস্থা পরিবর্তন হয়েছে।
সূত্র: প্রথম আলো
প্রতিক্ষণ/এডি/শাআ