চিত্রনায়িকা ববিতা অভিনীত শেষ ছবি ‘‘ পুত্র এখন পয়সাওয়ালা ’’। গত বছর এই চলচ্চিত্রটি মুক্তির সময়, ছবির পোষ্টারে প্রাধান্য পেয়েছিলো এই তথ্যটি। নন্দিত অভিনেত্রী ববিতাকে দেখা যাবে না এমন সংবাদে হতাশ বাংলা চলচ্চিত্রের দর্শকমহল। তবে, দর্শকদের ভালোবাসার টানে আবারো চলচ্চিত্রে ফিরছেন ববিতা।
খ্যাতিমান নির্মাতা আজিজুর রহমানের ‘‘ মাটি ’’ চলচ্চিত্রের মাধ্যমে দুই বছর পর ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন গুণী এই অভিনেত্রী। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও একজন যুদ্ধ শিশুকে কেন্দ্র করে সাজানো হয়েছে মাটি ছবির কাহিনী। আগামী মে-জুন মাসে বাংলাদেশ ও কানাডার বিভিন্ন স্থানে শুরু হবে ছবিটির দৃশ্যধারণ। নতুন ছবির কাজ প্রসঙ্গে চিত্রনায়িকা ববিতা জানান,
‘‘ শর্ত দিয়েছি, শুটিংয়ের আগে, চিত্রনাট্য আরোও একবার দেখাতে হবে। চাইলে কিছু রদবদলও করার যেন সুযোগ থাকে। আর কাজের ব্যাপারেও আমার কিছু চাওয়া আছে। যদিও এই বিষয়টি আমি খুব বেশি গুরুত্ব দিচ্ছি না। এখানে কাজের মানটাই শতভাগ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ’’
প্রতিক্ষণ/এডি/এসটি