আবারো বিশ্বের সেরা ধনী বিল গেটস
আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:
ফোর্বস ম্যাগাজিনের ধনীদের তালিকায় এবারও শীর্ষস্থান দখল করেছে মার্কিন বিলিয়নিয়ার মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস।
তার মোট সম্পত্তির পরিমাণ ৭ হাজার ৯শ ২০ কোটি ডলার।
গত ২১ বছরের মধ্যে ১৬ বারই ফোর্বসের ধনীদের তালিকায় শীর্ষ ছিলেন এই মার্কিনি।
সোমবার প্রকাশিত ফোর্বসের এ তালিকায়,৭ হাজার ৭শ ১০ কোটি ডলারের সম্পত্তির মালিক মেক্সিকো টেলিকমিউনিকেশনসের কারলোস সিম রয়েছেন দ্বিতীয় স্থানে। আর তৃতীয় স্থানে রয়েছেন বার্কশায়ার হাথাওয়ের প্রতিষ্ঠাতা ওয়ারেন বাফেট।
এছাড়া জারার স্বত্তাধিকারী অ্যামানসিও অর্তেগা ৪র্থ এবং ৫ হাজার ৪৩০ কোটি ডলার সম্পত্তি নিয়ে ওরাকেল কর্পোরেশনের চেয়ারম্যান ল্যারি এলিসন রয়েছেন তালিকার ৫ম অবস্থানে।
শীর্ষ ২০ জনের মধ্যে আছেন ফেইসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গও। এদিকে, প্রথমবারের মতো ধনীদের তালিকায় এসেছে বাস্কেটবল তারকা মাইকেল জর্ডানের নাম। সুত্র: ওয়েবসাইট
প্রতিক্ষণ /এডি/মেরিনা