আবারো ভারত-চীন সেনা সংঘর্ষ

প্রকাশঃ ডিসেম্বর ১৩, ২০২২ সময়ঃ ১:৩২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৩২ পূর্বাহ্ণ

আন্তর্জাতিকে ডেস্ক

শুক্রবার রাতে চিনের পিপবলস লিবারেশন আর্মি (পিএলএ) প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতের এলাকায় ঢোকার চেষ্টা করলে ভারতীয় সেনা প্রতিরোধ করে। সংঘর্ষে দু’পক্ষেরই বেশ কয়েক জন আহত হয়েছে বলে আন্তর্জাতিক মিডিয়াতে প্রকাশ পেয়েছে।

আবার গভীর রাতে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (এলএসি) সংঘর্ষে ভারতীয় এবং চীন সেনা। লাদাখের গালওয়ানের পর এ বার অরুণাচলের তাওয়াংয়ে। তবে ২০২০ সালের গালওয়ান-কাণ্ডের মতো প্রাণহানি না ঘটলেও শুক্রবার রাতের ওই সংঘর্ষের ঘটনায় দু’পক্ষেরই বেশ কয়েক জন সেনা আহত হয়েছেন বলে সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে। তবে গালওয়ানের মতোই তাওয়াঙেও দ্বিপাক্ষিক সেনাস্তরের ‘রুল অব এনগেজমেন্ট’ মেনে কোনও পক্ষ আগ্নেয়াস্ত্র ব্যবহার করেনি।

প্রকাশিত খবরে জানানো হয়েছে, শুক্রবার রাতে চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতের এলাকায় ঢোকার চেষ্টা করেছে বলে ভারতীয় মিডিয়া প্রচার করেছে। তারা বলেছে, ভারতীয় সেনা ‘দৃঢ়তার সঙ্গে প্রতিরোধ’ করে। সে সময় সংঘর্ষে দু’পক্ষেরই বেশ কয়েক জন আহত হন। হাতাহাতি এবং লাঠি-পাথর নিয়ে সংঘর্ষে ভারতীয় সেনার ৬ জন জওয়ান ‘সামান্য আহত’ হন বলে সেনাসূত্র উদ্ধৃত করে প্রকাশিত খবরে দাবি।

সূত্র : আনন্দ বাজার

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G