আমেরিকার কাছ থেকে ড্রোন কিনবে ভারত

প্রকাশঃ ডিসেম্বর ২৪, ২০২২ সময়ঃ ১২:১৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:১৮ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

তালিবান প্রতিষ্ঠান মোল্লা মহম্মদ ওমর থেকে আল কায়দা প্রধান আয়মান আল জাওয়াহিরি। গত দু’দশকে আমেরিকার প্রিডেটর এমকিউ সিরিজ়ের ড্রোনের শিকার হয়েছেন অনেক জঙ্গি নেতা। এবার সেই ড্রোন কিনবে ভারত।

এমকিউ সিরিজ়ের সেই প্রিডেটর ড্রোনের আধুনিকতম সংস্করণ হাতে পাচ্ছে ভারত। ইরানের জেনারেল কাশেম সোলেমানি এবং আল কায়দা প্রধান আয়মান আল জাওয়াহিরি হত্যায় ব্যবহার করা হয়েছিল এই ড্রোন।

আমেরিকার তৈরি এমকিউ-৯ রিপার নামের এই ঘাতক ড্রোন ‘গার্ডিয়ান’ নামে পরিচিত। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রের খবর, ভারত কিনবে ‘এমকিউ-৯’ ড্রোনের দু’টি মডেল।

ভারতীয় স্থল, নৌ এবং বায়ুসেনার জন্য এমকিউ-৯ রিপার-এর ‘সি গার্ডিয়ান’ এবং ‘স্কাই গার্ডিয়ান’ সংস্করণ কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্র ঃ ভারতীয় মিডিয়া

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G