পৃথিবী ছেড়ে বিদায় নিলেন বলিউডের আরেক কিংবদন্তি অভিনেতা কাদের খান।
আজ মঙ্গলবার কানাডার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। বর্ষীয়ান এই অভিনেতার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই শোকের ছায়া পড়ে পুরো বলিউডজুড়ে।
নন্দিত এই অভিনেতার বয়স হয়েছিল ৮১ বছর। দীর্ঘদিন ধরে তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে।
এর আগে গত ৩০ ডিসেম্বর, রবিবার গভীর রাতে আচমকাই তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। কিন্তু সেই খবর সত্য ছিল না। এমনটাই জানিয়েছিলেন কাদের খানের ছেলে সরফরাজ খান। বর্ষীয়ান এই অভিনেতার মৃত্যু নিয়ে গুজব ছড়িয়ে যাওয়ার পরই তিনি গণমাধ্যমকে এ কথা জানান।
জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন কাদের খান। তিন বছর আগে ভারতের মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে হাঁটুতে অস্ত্রোপচার করা হয় তার। অস্ত্রোপচারের পর থেকে হাঁটা-চলাতেও বেশ অসুবিধাই হতো তার। কিন্তু ডিসেম্বর মাস থেকে আরও বেশি করে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি।
প্রতিক্ষণ/এডি/শাআ