আলো উপভোগ্য রাতের ঢাকায়

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৩, ২০১৬ সময়ঃ ১:৪৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৪৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

images-2দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগেই রাতের ঢাকা হয়ে উঠে আলোকিত । রাজপথের সেই আলোতে আলোকিত আশেপাশের অলিগলিও। ঝকঝকে আলোয় ফুটে উঠেছে এক কিলোমিটার সড়ক। রাজধানীর কারওয়ানবাজার থেকে শাহবাগ যেতে আলোর এই ছন্দবদল চোখে পড়বে।

দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকনের উদ্যোগেই এই পরিবর্তন। বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই এই সাদা আলো দেখতে পাচ্ছেন রাজধানীর ওই এলাকায় পথচলা মানুষেরা।

ওই দিন সকাল থেকে সড়কের বাতিগুলো পরিবর্তনের কাজ করে দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মীরা। কর্মীদেরই একজন জানান, মেয়রের নির্দেশে এই আলো পাল্টে দেওয়া হচ্ছে। বললেন, এলইডি অপেক্ষাকৃত সাশ্রয়ী। আর আলো বেশি দেয়।

প্রাথমিকভাবে সোনারগাঁও হোটেলের মোড় থেকে এই আলো বসানো হবে মৎস্যভবন পর্যন্ত। মোট দুই হাজার বাল্ব বসছে বলেও জানালেন তিনি। এছাড়া একুশে ফেব্রুয়ারির আগেই ওই এলাকার বাল্ব পাল্টে দেওয়ার নির্দেশনা রয়েছে।

সোডিয়াম বাতির আলো আঁধারির পর ঠিক প্রজাপতি ফোয়ারা ছাড়িয়ে চোখে পড়বে এলইডি বাতির আলোর বন্যা। যা বিস্তৃত হয়েছে শাহবাগ পর্যন্ত।
একুশে ফেব্রুয়ারির আগেই শহীদ মিনার এলাকা পর্যন্ত আলো পাল্টে দেওয়ার কথা রয়েছে। ওদিকে মৎস্যভবন পর্যন্তও সোডিয়াম আলো পাল্টে এই এলইডি বাল্ব বসানো হবে।

প্রাথমিকভাবে সোনারগাঁও হোটেলের মোড় থেকে এই আলো বসানো হবে মৎস্যভবন পর্যন্ত। মোট দুই হাজার বাল্ব বসছে বলেও জানালেন তিনি। এছাড়া একুশে ফেব্রুয়ারির আগেই ওই এলাকার বাল্ব পাল্টে দেওয়ার নির্দেশনা রয়েছে।
শুক্রবার রাতের ঢাকায় গিয়ে দেখা গেলো ল্যাম্প পোস্টের সাদা আলোয় মোড়ে মোড়ে জটলা একটু বেশিই। যেন আলো উপভোগ্য হয়ে উঠেছে রাতের ঢাকায়। সাদা আলোর রশ্মি কুয়াশা ভেদ করেও যাচ্ছে বহুদূর।

প্রতিক্ষণ/এডি/ফর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G