আশুলিয়ায় ব্যাংক ডাকাতিকালে গুলিতে নিহত ৮
জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
সাভারের আশুলিয়ার কাঠগড়া এলাকায় বাংলাদেশ কমার্স ব্যাংকে ডাকাতির সময় ডাকাতদের গুলিতে ব্যাংকটির ম্যানেজারসহ আটজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে।
মঙ্গলবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ব্যাংক ম্যানেজার ওয়ালিউল্লাহ (৪৫), মনির (৬০), জিল্লুর রহমান (৪০), গ্রাহক পলাশ (৩৮), নিরাপত্তা প্রহরী বদরুল (৩৮) ও আরো তিনজন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে মোটরসাইকেল যোগে ১২/১৫ জনের একদল ডাকাত গ্রাহকবেশে ব্যাংকে প্রবেশ করে। এ সময় কেউ কিছু বুঝে ওঠার আগেই তারা ব্যাংকের অভ্যন্তরে ম্যানেজারসহ কর্মকর্তাদের অস্ত্রের মুখে জিম্মি করে।
এক পর্যায়ে বোমা ও গুলি ছুড়ে আতংক সৃষ্টি করে লুটপাট শুরু করে ডাকাতরা। তাদের বেপরোয়া গুলি ও বোমার আঘাতে ব্যাংকের ম্যানেজার, ক্যাশিয়ার, নিরাপত্তাকর্মী ও একজন গ্রাহক নিহত হয়।
এই ডাকাতির খবর স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা করা হলে এলাকাবাসী ডাকাতদের ঘিরে ফেলে। এ সময় ডাকাতেরা বোমা ফাটিয়ে গুলি করে পালানোর চেষ্টা করে। পরবর্তীতে এলাকাবাসীর গণপিটুনিতে দুই ডাকাত নিহত হয়।
আহতদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে পালিয়ে যাবার সময় ডাকাতদের ফেলে যাওয়া প্রায় ৫ লাখ টাকা ভর্তি একটি ব্যাগ উদ্ধার করা হয়। পরে অভিযান চালিয়ে পুলিশ কয়েকজনকে আটক করে।
প্রতিক্ষণ/এডি/আরিফ