আসছে ফেসবুকে ‘ডিজলাইক’ বাটন
প্রতিক্ষণ ডেস্ক
সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুক। আর এই ফেসবুকে লাইক বাটনের পাশাপাশি এখন থেকে থাকবে ‘ডিজলাইক’ বাটনও। ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ এ তথ্য জানিয়েছেন।
বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে ফেসবুকের সদর দপ্তরে এক প্রশ্ন-উত্তরপর্বে এ কথা বলেন ৩১ বছর বয়সী জাকারবার্গ।
জাকারবার্গ বলেন, বাটনটি (ডিজলাইক) মানুষের সমানুভূতি প্রকাশের একটা পথ হিসেবে কাজ করবে। ‘ডিজলাইক’ বাটনটি পরীক্ষামূলকভাবে চালুর জন্য প্রায় প্রস্তুত।
২০০৯ সালে ফেসবুকে ‘লাইক’ বাটন যুক্ত হয়। এর পর থেকে অনেক ব্যবহারকারী ফেসবুকে ‘ডিজলাইক’ বাটন যুক্ত করার দাবি জানিয়ে আসছে। তাদের যুক্তি, ফেসবুকে এই বাটন থাকলে কোনো কিছু অপছন্দ হলে তা প্রকাশ করা যেত।
বাটনটির বিষয়ে গত বছর জাকারবার্গকে প্রশ্ন করা হয়েছিল। তখন অবশ্য জবাবে তিনি বলেছিলেন, ‘ডিজলাইক’ বাটনের ধারণাটি তাঁর পছন্দের নয়।
প্রতিক্ষণ/এডি/এফজে