‘আসুন দানবদের হত্যা করি’
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
বর্তমানে যারা সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে তাদের ‘দানব’ বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম।
তিনি বলেছেন, ‘আসুন এ দানবদের হত্যা এবং নিশ্চিহ্ন করি। তবেই বাংলাদেশ এগিয়ে যাবে।’
সোমবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ২৩ মার্চ ঐতিহাসিক জাতীয় পতাকা উত্তোলন দিবস উপলক্ষে ‘জাতীয় পতাকা উৎসব-২০১৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
‘পতাকায় গৌরব, পতাকায় বিপ্লব’ এ চেতনাকে ধারণ করে জাতীয় পতাকা উদযাপন কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।
এইচটি ইমাম উল্লেখ করেন, ‘মুক্তিযুদ্ধ শুরুর আগে শিল্পী কামরুল হাসান (পটুয়াখ্যাত) ইয়াহিয়া খানের পোস্টার ছাপিয়ে বলেছিলেন- এ দানবকে হত্যা করুন। আমরাও বলি, আসুন এসব দানবকে হত্যা করি।’
তিনি দাবি করেন, ‘মুক্তিযুদ্ধের সময় ১৭ এপ্রিল গঠিন মুজিবনগর সরকার কোনো সরকারই না, এটা একটা প্রতিকী নাম। সেটি ছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ইতিহাসের পাতা থেকে তথ্য নিয়ে এটা পরিষ্কার করতে হবে।’
এইচটি ইমাম বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও মুজিবনগর সরকার কখনোই এক নয়। এটি বিল্পবী সরকারও নয়, আবার প্রবাসী সরকারও নয়। এই সরকার যেখানে যেমন, সেখানে তেমন রূপ ধারণ করেছে।’
তিনি বলেন, ‘বর্তমানে দেশে যে ধ্বংসলীলা চলছে, এর পেছনে ’৭১-এ ঘাপটি মেরে বসে থাকা লোকগুলোই জড়িত। বর্তমানে এরা রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। আর এর সঙ্গে সম্পৃক্ত হয়েছে বিএনপি। বিএনপি সরকারের সময়ই দেশে আন্তর্জাতিক সন্ত্রাসের উত্থান হয়েছে।’
প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, ‘শুধু জামায়াত-বিএনপি দেশকে ধ্বংসের জন্য নামেনি, এর সঙ্গে আন্তর্জাতিক আইএসআই, বোকো হারাম, আল-কায়েদাও সম্পৃক্ত হয়েছে।’
প্রতিক্ষণ/এডি/জাহিদ