ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল!
প্রতিক্ষণ ডেস্কঃ
মনে আছে অক্টোপাস পলের কথা? ২০১০ ফুটবল বিশ্বকাপের ম্যাচগুলোয় কে জিতবে আর কে হারবে সে ভবিষ্যদ্বানী ম্যাচের আগেই ঠিকঠাকভাবে করে তারকা হয়ে গিয়েছিল জ্যোতিষী পল। স্পেন যে বিশ্ব চ্যাম্পিয়ন হবে সেটাও সে নির্ভুল বলেছিল।
কিন্তু আজ পল নেই! তবে আছে জেলাকে। এই জেলা এবার আগে ভাগে জানিয়ে দিল ২০১৬ ইউরো কাপে চ্যাম্পিয়নদের নাম৷
২০১৬-র ইউরো কাপ জিতবে পর্তুগাল। তার ভবিষ্যদ্বানীতে চ্যাম্পিয়ন হিসাবে পর্তুগালকে বেছে নিয়েছে জেলা।
ফ্রান্সের স্টুটগার্টের বোটানিক্যাল গার্ডেনের মহিলা হাতি জেলা। ৫০ বছরের এই হাতির সামনে ফ্রান্স এবং পর্তুগালের পতাকায় মোড়া বল রাখা হয়েছিল। তবে নিজের দেশকে চ্যাম্পিয়ন হিসাবে বেছে না নিয়ে জেলা পর্তুগালের পতাকায় মোড়া বলটি তুলে নিজের কেয়ারটেকারের হাতে তুলে দেয়। এখনও পর্যন্ত চলতি ইউরো কাপে তিনটি ভবিষ্যতবাণীই সঠিক হয়েছে জেলার।
তাই জেলায় ভরসা রেখে ফাইনালে বাড়তি আত্মবিশ্বাস সাথে নিয়েই খেলতে নামতে পারেন রোনালদো-ন্যানিরা!
প্রতিক্ষণ/এডি/সাদিয়া