ইঞ্জিন বিকল, ঢাকাগামী ট্রেন চলাচল বন্ধ
জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম
ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তালশহর রেলস্টেশনের অদূরে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে হয়ে গেছে।
এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার বিকেল সোয়া ৪ টার দিকে এই ঘটনা ঘটে।
আখাউড়া লোকোসেড ইনচার্জ মো. মহসিন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে তালশহর রেলস্টেশনের কাছে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্টলা ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়লে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।
তিনি আরও জানান, বিকল হওয়া ইঞ্জিনটি ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে আসা হচ্ছে। অল্প সময়ের মধ্যেই আপ লাইনে ট্রেন চলাচল শুরু হবে।
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন মাস্টার মহিদুর রহমান জানান, দুর্ঘটনার কারণে ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া ও কুমিল্লায় বেশ কয়েকটি ট্রেন আটকা পড়েছে।
তবে, ডাবল লাইন থাকায় পাশের লাইন দিয়ে চট্টগ্রাম ও সিলেটগামী (ডাইন লাইন) ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।
প্রতিক্ষণ /এডি/মিজান