‘ইনফোকাস’ স্মার্টফোনে নতুন চমক!

প্রকাশঃ জুলাই ১৪, ২০১৫ সময়ঃ ২:০২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:০২ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম:

infocusভারতের বাজারে নতুন একটি ফ্লাগশিপ ছেড়েছে যুক্তরাষ্ট্রের মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান ইনফোকাস।ফোনটির মডেল এম৮১০।এটি পাওয়া যাবে ই-কমার্স সাইট অ্যামাজনে।

শুরুতেই চমক নিয়ে আসছে ফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। ইনফোকাস এম৮১০ স্মার্টফোনটির হাই-কনফিগারেশন এবং সুলভ মূল্যের কারণে এটি জনপ্রিয়তা পাবে বলে ধারনা করা হচ্ছে।

ইনফোকাস এম৮১০ স্মার্টফোনটিতে আছে সাড়ে পাঁচ ইঞ্চির এইচডি ডিসপ্লে। এতে আছে ২.৫ গিগাহার্টজের কোয়াড কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮০১ এমএসএম৮৯৭৪এসি প্রসেসর, ২ জিবি র‌্যাম এবং ১৬ জিবি বিল্টইন মেমোরি স্টোরেজ। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে মেমোরি ৬৪ জিবি পর্যন্ত বাড়ানোর সুযোগ আছে। ফোনটি অ্যানড্রয়েড ৫.০ ললিপপ অপারেটিং সিস্টেম চালিত।

ফোনটির ব্যাটারি ২৬০০ মিলিঅ্যাম্পায়ারের। এটির পেছনের ক্যামেরায় আছে ১৩ মেগাপিক্সেল। সেলফি তোলার জন্য সামনে আছে ৫ মেগাপিক্সেল। ক্যামেরার সঙ্গে এলইডি ফ্লাশ গান আছে।

প্রতিক্ষণ/এডি/জুয়েল

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G