ইন্টারনেট ব্যবহারকারীর অর্ধেকেই ফেসবুক চালান
প্রযুক্তি ডেস্ক
ফেসবুক একটি সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে ব্যবহার করছেন বিশ্বের মোট ইন্টারনেট ব্যবহারকারীর অর্ধেক মানুষই ।
ফেসবুকের হিসেব মতে, সারা বিশ্বে তিনশ’ কোটির বেশি মানুষ ইন্টারনেট ব্যবহার করছেন। এর মধ্যে অর্ধেক অর্থাৎ দেড়শ’ কোটির বেশি মানুষ মাসে অন্তত একবার ফেসবুক ব্যবহার করেন। যার মধ্যে ৬৫ শতাংশই দিনে একবার ফেসবুকে প্রবেশ করেন।
তবে ফেসবুক বলছে, দিনে দিনে তাদের ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে।
যুক্তরাষ্ট্রের ফেসবুক ব্যবহারকারীরা প্রতি পাঁচ মিনিটে অন্তত একবার তাদের স্মার্ট ফোনের ফেসবুকে চোখ রাখেন।
ফেসবুকের দেওয়া তথ্য অনুযায়ী, গত তিন মাসের তুলনায় ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা অন্তত ১৩ শতাংশ বেড়েছে। ফলে ফেসবুক কোম্পানির আয়ও বেড়েছে ৩৯ শতাংশ। যা অর্থমূল্যে চারশ’ কোটি ডলারের বেশি।
প্রতিক্ষণ /এডি / মেহেদী