ইন্দোনেশিয়ায় মেয়েরা সেলফি তুলতে পারবেনা

প্রকাশঃ জানুয়ারি ২৯, ২০১৫ সময়ঃ ৩:৫৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৫৭ অপরাহ্ণ

ডেস্ক, প্রতিক্ষণ ডট কম

images (2) সেলফি তোলাকে ‘ইসলামবিরোধী কাজ’ বলে ঘোষণা করলেন ইন্দোনেশিয়ার এক প্রভাবশালী ধর্মীয় নেতা। ফেলিক্স সিয়াউ নামে ওই ধর্মীয় নেতা সেলফি তোলা থেকে দূরে থাকতে সবার প্রতি, বিশেষত নারীদের প্রতি আহ্বান জানিয়েছেন। সিয়াউর টুইটার অ্যাকাউন্টে এ আদেশ ঘোষিত হয়। বুধবার এই খবর প্রকাশ পায়।

এ পরিপ্রেক্ষিতে সিয়াউ বলেন, যারা সেলফি তুলছেন তারাই ঔদ্ধত্য, দম্ভ ও লোক দেখানো কর্মকাণ্ডের প্রকাশ ঘটাচ্ছেন।
এছাড়া যেসব মহিলা সেলফি তোলে তারা ‘নির্লজ্জ’ ও ‘অপবিত্র’ বলেও উল্লেখ করেন তিনি।
অবশ্য সিয়াউয়ের এ ঘোষণা বিফলেই গেছে। কারণ এ বিবৃতি প্রকাশের পরই পাল্টা জবাব আসতে শুরু করেছে সিয়াউয়ের বিপক্ষে। তার সেই ট্যুইটার পোস্টেই পাল্টা জবাবের পাশাপাশি ইন্দো তরুণ-তরুণীরা আলাদা করে ‘সেলফি ফর সিয়াউ’ হ্যাশট্যাগ দিয়ে সেলফি পোস্ট করছেন।
এমনকি তার ওই পোস্টের জবাবে বেশ কিছু ব্যঙ্গ সেলফিও ছড়িয়ে পড়েছে ট্যুইটার, ফেসবুক, ইনস্টাগ্রামসহ সামাজিক গণমাধ্যমগুলোতে।

প্রতিক্ষণ/এডি/রুমানা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G