ইরাক ও সিরিয়া থেকে যুদ্ধবিমান প্রত্যাহার
ইসলামিক স্টেটের বিরুদ্ধে ইরাক ও সিরিয়ায় চলমান অভিযান থেকে যুদ্ধ বিমান প্রত্যাহার করে নেবে কানাডা। দেশটির সোমবারের পার্লামেন্ট নির্বাচনে জয়লাভের পর হবু প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন।
দেশটিতে স্টিফেন হার্পারের নেতৃত্বে কনজারভেটিভদের দীর্ঘ ১০ বছরের শাসনের অবসান ঘটিয়ে জয় পায় মিস্টার ট্রুডোর বিরোধী লিবারেল পার্টি।আর নির্বাচনের কয়েক ঘণ্টার মধ্যেই তিনি নিজের সিদ্ধান্তের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে অবহিত করেছেন বলেও জানিয়েছেন।
আগামী ২০১৬ সালের মার্চ মাস পর্যন্ত আকাশপথে আইএস এর বিরুদ্ধে ইরাক ও সিরিয়ায় যুদ্ধে কানাডীয় যোদ্ধাদের অংশ নেয়ার কথা। তবে নির্বাচনী প্রচারের অংশ হিসেবেই মিস্টার ট্রুডো সিএফ-১৮ যুদ্ধ বিমান দেশে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
কবে নাগাদ এই প্রক্রিয়া শুরু হবে তার কোনও সময়সীমা অবশ্য তিনি দেননি। ৪৩ বছর বয়সী প্রাক্তন স্কুলশিক্ষক জাস্টিন ট্রুডো কানাডার প্রয়াত প্রধানমন্ত্রী পিয়েরে ট্রুডোর ছেলে।