ইরাকে আত্মঘাতী হামলায় নিহত ২৩ আহত ৩০
অনলাইন ডেস্ক, প্রতিক্ষণ ডট কম
ইরাকের রাজধানী বাগদাদের একটি রেস্টুরেন্টে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও প্রায় আড়াই ডজন লোক।
নিরাপত্তা বাহিনী ও হাসপাতাল সূত্রকে উদ্ধৃত করে শনিবার (৭ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ খবর জানিয়েছে।খবরে বলা হয়, রেস্টুরেন্টটিতে খাবারগ্রহণ ও আড্ডারত লোকজনের সমাগমকে লক্ষ্য করে আত্মঘাতী হামলাকারী শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটালে ঘটনাস্থলেই ব্যাপক হতাহত হয়। এরপর হাসপাতালে নেওয়া হলে মৃত্যু হয় আরও ক’জনের।
তবে, কারা এ হামলা চালিয়েছে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি নিরাপত্তা বাহিনী বা গোয়েন্দা সূত্র।
শনিবার এমন সময়ে এ আত্মঘাতী হামলা চালানো হলো যখন ইরাকি সরকার দেশটিতে প্রায় একদশক ধরে জারিকৃত রাত্রিকালীন কারফিউ প্রত্যাহারের সিদ্ধান্ত কার্যকর করতে যাচ্ছে। কারফিউ প্রত্যাহারে গত ৫ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হায়দার আল আবাদির নেওয়া এ সিদ্ধান্ত শনিবার থেকেই বলবৎ হওয়ার কথা।
প্রতিক্ষণ/এডি/কামরুল