ইরাকে সরকারি বাহিনীর হামলায় নিহত ৪৪

প্রকাশঃ জুলাই ৫, ২০১৫ সময়ঃ ৩:৪৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৪৪ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম:

013সরকারি বাহিনীর হামলায় ইরাকের  রামাদি ও ফাল্লুজা শহরে  কমপক্ষে ৪৪ জন নিহত হয়েছে। শনিবার মধ্যরাতে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানা যায়।

শনিবার মধ্যরাতে রামাদির একটি রেস্তোরায় বিমান হামলা চালায় সরকারি বাহিনী। এতে কমপক্ষে  ২৩ জন নিহত হয়। আহত হয় আরও ৩০ জন। একই সময় ফাল্লুজা শহরের উত্তরে গোলা নিক্ষেপ করা হলে সেখানে ২১ জন নিহত হয়। আহত হয় আরও ২৬ জন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়,নিহতদের অধিকাংশই তরুণ এবং এরা সবাই বেসামরিক নাগরিক। তবে ইরাকি নিরাপত্তা কর্মকর্তাদের মতে যাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল তারা আইএসের সদস্য।

প্রসঙ্গত,আনবার প্রদেশের রামাদি ও ফাল্লুজা দুটি শহরই বর্তমানে আইএসের দখলে রয়েছে।

প্রতিক্ষণ/এডি/জুয়েল

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G