ইরানের পরমাণু ইস্যুতে সমঝোতা

প্রকাশঃ এপ্রিল ৩, ২০১৫ সময়ঃ ৬:৩৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৪২ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

Iran-deal-frameworkঢাকা: পরমাণু ইস্যুতে ইরানের সঙ্গে চুক্তির অবকাঠামোর বিষয়ে ঐক্যমতে পৌঁছেছে বিশ্বের শক্তিধর ছয় রাষ্ট্র।

বর্ধিত দিনের আলোচনা শেষে গত বৃহস্পতিবার সন্ধ্যায় সুইজারল্যান্ডে এক যৌথ বিবৃতিতে এ সমঝোতাকে চুক্তি স্বাক্ষরের ‘চূড়ান্ত পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিদেশী পলিসি প্রধান ফেদেরিকা মোঘেরিনি।

বিবিসি ও আলজাজিরার খবরে জানানো হয়, আগামী ৩০ জুনের মধ্যে এক ‘ঐতিহাসিক’ চুক্তি স্বাক্ষরিত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হচ্ছে।

আলোচনায় পরমাণু সমৃদ্ধকরণ হ্রাসে সম্মত হয়েছে ইরান। এর পরিবর্তে দেশটির ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা পর্যায়ক্রমে উঠিয়ে নেওয়া হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

প্রতিক্ষণ/এডি/এআই

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G