ইসরায়েলি হামলায় সিরিয়ার সৈন্য নিহত, বিমানবন্দর বন্ধ
আন্তর্জাতিকে ডেস্ক
সিরিয়ার সামরিক বাহিনী বলেছে, ইসরায়েলি ক্ষেপণাস্ত্র কমপক্ষে দুই সিরিয়ান সৈন্যকে হত্যা করেছে এবং দেশটির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর হামলা করে বন্ধ করতে বাধ্য করেছে।
এক বছরেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত হয়েছে।
সামরিক কর্মকর্তাদের এক বিবৃতিতে বলা হয়েছে, আজ সোমবার স্থানীয় সময় প্রায় ২টায় ইসরায়েলের লেক টাইবেরিয়াসের দিক থেকে বায়ুচালিত ক্ষেপণাস্ত্রের আঘাত আসে দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর এবং এর আশেপাশের এলাকা লক্ষ্য করে।
বিবৃতিতে বলা হয়েছে, হামলার ফলে “দুই সৈন্যের মৃত্যু, দুজন আহত, কিছু বস্তুগত ক্ষয়ক্ষতি” হয়েছে এবং বিমানবন্দরটিকে যাত্রীসেবার বন্ধ রাখা হয়েছে।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস, যুক্তরাজ্য ভিত্তিক একটি পর্যবেক্ষণ গোষ্ঠী জানিয়েছে ইসরায়েলি অভিযানগুলি বিমানবন্দরের পাশাপাশি দামেস্কের দক্ষিণে একটি অস্ত্র ডিপোতে আঘাত করেছিল। এতে বলা হয়, হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন।
ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সূত্র : আল-জাজিরা