ইসলামি ব্যাংকিং প্রতারণামূলক ‘ফ্রড’:অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক প্রতিক্ষণ ডট কম
ইসলামি ব্যাংকিং পদ্ধতিকে প্রতারণামূলক (‘ফ্রড’) ব্যাংকিং বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। শুরু থেকেই তিনি এই অভিযোগ করে আসছিলেন বলেও দাবি করেন মন্ত্রী।
রোববার (০১ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে সরকার দলীয় সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এ মন্তব্য করেন।
অর্থমন্ত্রী বলেন, ইসলামি ব্যাংকিং বন্ধ করার সুযোগ নেই, এটা বন্ধ করতে হলে মুসলিম উম্মাহকেই উদ্যোগ নিতে হবে।তিনি বলেন, ইসলামি ব্যাংকগুলোতে ‘রিবা’ নামে একটি জঘন্য প্রথা চালু করা হয়েছে। রিবা কোনো মানবিক চিন্তাধারা থেকে করা হয়নি। সুদ মানবিক চিন্তাধারার ওপর ভিত্তি করে করা হয়েছে। যারা ইসলাম নিয়ে কথা বলেন, তারা রিবা ও সুদকে এক করে করে ফেলেন। রিবা নামে ব্যাংকগুলো চক্রবৃদ্ধিহারে সুদ আদায় করে, যা সত্যিই অমানবিক।
প্রতিক্ষণ/এডি/ রাজিব