ইয়াবাসহ আটক ৬

প্রকাশঃ মে ১৪, ২০১৫ সময়ঃ ১২:২৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৩২ অপরাহ্ণ

জেলা প্রতিনিধি :

Brahmanbaria RAB-14কুমিল্লা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার কুটি-চৌমুহনী চৌরাস্তা মোড় থেকে ২ হাজার ৭শ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৬ জনকে আটক করেছে র‌্যাব-১৪।

বুধবার সন্ধ্যায় তাদের আটক করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোঃ সোহেল হাসান, পিএসসি, জি এর নেতৃত্বে¡ ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কুটি-চৌমুহনী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি মাইক্রোতে তল্লাশি চালিয়ে গ্যাস সিলিন্ডারের নীচ থেকে রক্ষিত অবস্থায় ২ হাজার ৭শ পিস নেশা জাতীয় ইয়াবা ট্যালেটসহ ৬ জনকে আটক করে। এ ঘটনায় তাদের ব্যবহৃত গাড়ি এবং ডিজিটাল ক্যামেরা, মোবাইল ও নগদ টাকা জব্দ করে।

এদিকে র‌্যাব-১৪, ভৈরব রেলওয়ে থানাধীন ভৈরব রেলওয়ে ষ্টেশনে চট্টগ্রাম হতে ঢাকাগামী চট্টগ্রাম মেইল ট্রেনে অভিযান পরিচালনা করে ট্রেনের বগী থেকে পরিত্যাক্ত অবস্থায় ১৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। জব্দকৃত ফেন্সিডিলের মূল্য সত্তর হাজার টাকা। উদ্ধারকৃত মাদক রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G