উ. কোরিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ
আন্তর্জাতিক ডেস্ক
উত্তর কোরিয়া হাইড্রোজেন বোমার পরীক্ষা চালানোর পর এ বিষয়ে নিন্দা জানিয়ে দেশটির বিরুদ্ধে শীঘ্রই কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানান জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট এলবিও রোজিলি।
বুধবার উত্তর কোরিয়া প্রথমবারের মতো হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালানোর দাবি করার পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কর্তৃক এই ঘোষণা দেওয়া হয়।
এলবিও রোজিলি বলেন, উত্তর কোরিয়ার হাইড্রোজেন বোমার পরীক্ষাকে বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য ঝুঁকি হিসেবে দেখা হচ্ছে। আমি এই ঘটনার নিন্দা জানাচ্ছি। দেশটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য নিরাপত্তা পরিষদ খুব শীঘ্রই কাজ শুরু করবে এবং দেশটির ওপর আরো নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
উত্তর কোরিয়ার এ ঘটনাকে কেন্দ্র করে গতকালই জরুরি বৈঠক ডাকে জাতিসংঘ। যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া এই বৈঠক আহ্বান করে। হাইড্রোজেন বোমার পরীক্ষা চালানোর ব্যাপারে বিভিন্ন দেশ নিন্দা জানিয়েছে এবং উদ্বেগ প্রকাশ করেছে।
প্রতিক্ষণ/এডি/এফটি