উকুন যখন চুলে

প্রকাশঃ এপ্রিল ২৩, ২০১৫ সময়ঃ ৪:০২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:১৪ অপরাহ্ণ

উকুন-নাশকএখন সময়টাই এমন পুরোনো অনেককিছু নিজ থেকেই সরে পড়ছে। তা সে ভালোই হোক আর 33520__olive-oil-hair-treatment-at-home1খারাপ হোক। মানুষের জানার সুযোগ যত বাড়ছে , জানতে চাওয়ার কৌতূহল তত কমছে। এখন সবকিছুই হাতের নাগালে কিন্তু তবুও হাত বাড়িয়ে নেওয়ার কষ্টটাও অনেকে করছে না।

যেমন ধরুন, কীভাবে চললে আপনার সৌন্দর্য হয়ে উঠবে আরও নজরকাড়া, সে সম্পর্কে জানাটা এখন অনেক সহজ। কিন্তু তারপরও কি আপনি তা করতে পারছেন? যা কিছুই করুন না কেন চর্চা শব্দটি বাদ দিয়ে দীর্ঘমেয়াদি কোনো কিছুই সম্ভব নয়। যেমন, রূপচর্চা, চুলচর্চা ইত্যাদি।

 আমাদের চুলের অতি বিরক্তিকর উটকো ঝামেলার একটা হল উকুন। নামটা শুনলেই কেমন যেন শিরশিরে অনুভূতি হয়। কিন্তু পালিয়ে বাঁচার কোন lউপায় নেই এর থেকে। খুব সহজে তাকে তাড়ানোও যায় না। দিনেদিনেতো অবশ্যই নয়। একটা পক্রিয়ার মধ্য দিয়ে উকুন নামক অতি অস্বস্তিকর কীটেহাত থেকে রক্ষা পাওয়া সম্ভব।

অলিভ অয়েল উকুন তাড়াতে বেশ কার্যকরী। অলিভ অয়েলের অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান মাথার ত্বককে উকুনের হাত থেকে রক্ষা করে। এইজন্য আপনাকে সারারাত চুলে অলিভ অয়েল লাগিয়ে রাখতে হবে। একটি Issue of Hairকাপড় দিয়ে চুল মুড়িয়ে রাখুন। এতে মাথার ত্বকে একটি ভাপ সৃষ্টি হবে। সকালে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। এতে অনেকাংশে উকুন চলে যাবে।

 ১০/১২ টি রসুনের কোয়া পেস্ট করে নিন। সাথে ২/৩ চা চামচ লেবুর রস মিশিয়ে নিন। এবার আধা ঘণ্টা পেস্ট টি মাথার ত্বকে লাগিয়ে রাখুন। চুলে লাগানোর দরকার নেই। এরপর ধুয়ে ফেলুন। এভাবে কয়েকদিন করতে হবে।

 হেয়ারস্ট্রেইটনার যদি-ও চুলের জন্য ভালো না, তারপরেও উকুন মারার জন্য এটি ব্যবহার করতে পারেন সপ্তাহে একবার। এসব ট্রিটমেন্ট চলার পাশাপাশি একটু বেশি তাপ সহ হেয়ার স্ট্রেটনার ব্যবহার করলে চুলে আটকে থাকা উকুন এবং উকুনের ডিম নষ্ট হয়ে যাবে। কারণ উকুন হালকা গরম পরিবেশে টিকে থাকতে পারে, অতিরিক্ত গরমে নয়। এরপর শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলবেন। তবে এ পদ্ধতিটি তাদের জন্য যাদের চুল কম পড়ে আর যাদের চুলের স্বাস্থ্য ভালো।

তাজিন/প্রতিক্ষণ/এডি/শারমিন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

December 2025
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
20G