ইউক্রেন যুদ্ধে নাইজেরিয়ার মানবিক সংকট থেকে মনোযোগ সরে গেছে (ভিডিও)

প্রকাশঃ অক্টোবর ১৮, ২০২২ সময়ঃ ১০:৪৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৪৮ অপরাহ্ণ

উত্তর-পূর্ব নাইজেরিয়ায় বোকো হারামের সশস্ত্র অভিযানে ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষের জরুরি মানবিক সহায়তার প্রয়োজন রয়েছে। উত্তর-পূর্ব নাইজেরিয়ার বোর্নো রাজ্যের একটি শহর বামাতে একটি স্কুল-পরিবর্তিত-অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি শিবিরের  কয়েকশ তাঁবুর মধ্যে বসবাস করছে। কিন্তু ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে পুরো বিশ্বের দৃস্টি এখন সে দিকে। নাইজেরিয়ার মানবিক সংকট থেকে মনোযোগ সরে গেছে বিশ্ব নেতাদের।

৪৫ বছর-বয়সী দর্জি হাজার হাজার লোকের মধ্যে একজন। যিনি ২০১৪ সালে বোকো হারামের হামলায় এখানে আসেন। একটি সশস্ত্র গোষ্ঠী এই অঞ্চলে এক দশকেরও বেশি সময় ধরে সশস্ত্র অভিযান চালাচ্ছে। শহরের উপর হামলা চালালোর পর পালিয়ে এখানে আশ্রয় পেয়েছিলেন তিনি।

হামলায় শতাধিক মানুষ নিহত হয়। বোকো হারাম যোদ্ধারা আজিজ সহ বহু মানুষের ঘরবাড়িও ধ্বংস করেছে। তার টেইলারিং স্টোরটিও পুড়িয়ে দেওয়া হয়েছে। আজি সরকারি সিনিয়র সায়েন্স সেকেন্ডারি স্কুলের (জিএসএসএসএস) ক্যাম্পে বসে জানালেন,”আমি সন্দেহ করি, আমি আমার ক্ষতি যেমন- দোকান এবং সেলাই মেশিনগুলি হয়তো আর ফেরত পাব না,” ।

“আমি সবকিছু হারিয়েছি.”

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G