উত্ত্যক্ত করায় দুই কিশোর কারাগারে

প্রকাশঃ নভেম্বর ১৪, ২০১৬ সময়ঃ ৯:১৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:১৬ পূর্বাহ্ণ

meherpur-picমেহেরপুরে এক জেএসসি পরীক্ষার্থীকে উত্ত্যক্ত করা এবং প্রতিবাদকারীকে মারধরের ঘটনায় দুই কিশোরকে এক বছর করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক গাংনী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম জামাল আহমেদ এই আদেশ দেন।

দণ্ডাদেশ পাওয়া দুই কিশোরও জেএসসি পরীক্ষার্থী। তারা হলো- গাংনী শহরের থানাপাড়ার রাজু আহমেদ এবং একই পাড়ার মাহফুজ মাহমুদ।

কয়েকদিন ধরেই গাংনী পাইলট উচ্চ বিদ্যালয়ের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার্থী রাজু আহমেদ ও মাহফুজ মাহমুদ আরেক জেএসসি পরীক্ষার্থী ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। আজ সকালে গাংনী পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা শুরু হওয়ার আগে আবারও তারা ঐ ছাত্রীকে উত্ত্যক্ত করে। এ ঘটনায় ঐ ছাত্রীর কয়েকজন সহপাঠী প্রতিবাদ করলে রাজু ও মাহফুজ তাদের মধ্যে একজনকে ধরে মারধর করে।

আহত শিক্ষার্থীরা বিষয়টি স্কুলের শিক্ষকদের জানালে শিক্ষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন। লিখিত অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা গাংনী থানাকে বিষয়টি অবহিত করেন। পরে থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি দল রাজু ও মাহফুজকে আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম জামাল আহমেদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাদের দোষী সাব্যস্ত করে এক বছর করে কারাদণ্ডাদেশ দেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, দুই শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাদের সাজা দিয়েছেন। আদালতের নির্দেশে ওই দুই জেএসসি পরীক্ষার্থীকে মেহেরপুর কারাগারে পাঠানো হয়েছে।

কিশোর অপরাধীদের কারাগারে পাঠানোর বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক এস এম জামাল জানান, ফৌজদারি দণ্ডবিধির ৫০৯ ধারা অনুযায়ী ইভ টিজিংয়ের অপরাধ প্রমাণিত হলে অপরাধীর বয়স যাই হোক না কেন তাঁকে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো যায়। সে অনুযায়ী এই দুই কিশোরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G