এএসআই হত্যা মামলায় অগ্রগতি দাবি করেছে পুলিশ
প্রতিক্ষণ ডেস্ক
রাজধানীর গাবতলীতে দারুস সালাম থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইব্রাহিম মোল্লা হত্যার ঘটনায় গ্রেফতারকৃত ৫ আসামিকে রিমান্ডে নিয়েছে ঢাকা মহনগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রিমান্ডে হত্যাকাণ্ড সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
গত শনিবার এএসআই ইব্রাহিম হত্যার মামলায় গ্রেফতার মাসুদ রানাসহ মোট ৫ যুবককে জিজ্ঞাসাবাদে হেফাজতে নেওয়ার অনুমতি দেয় ঢাকার মহানগর হাকিম জাকির হোসেন টিপু পরিচালিত আদালত।
ডিবি পুলিশ ও দারুস সালাম থানা পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার পুলিশ সদস্য এএসআই ইব্রাহিমকে ছুরিকাঘাতে হত্যার পরপরই মাসুদ রানা (২৫) নামের এক যুবককে আটক করা হয়। জড়িত অভিযোগে আটক মাসুদ রানাকে আদালতের নির্দেশনা অনুযায়ী গতকাল (শনিবার) রাতেই ৭ দিনের রিমান্ডে নেয় ডিবি পুলিশ।
গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (পশিম বিভাগ) মো. সাজ্জাদুর রহমান বলেন, আমরা এএসআই হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতারকৃত মোট ৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিয়েছি।
কোনো তথ্য জানা গেছে কিনা- জানতে চাইলে তিনি বলেন, রিমান্ড চলছে। তদন্তের স্বার্থে আগাম কিছু বলা ঠিক হবে না। তবে তিনি বলেন, মামলায় অগ্রগতি হয়েছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা পেয়েছি।
একই ঘটনায় জড়িত অভিযোগে কামরাঙ্গীরচর এলাকা থেকে গ্রেনেড ও অন্যন্য বিস্ফোরকসহ গ্রেফতার রাকিব, ফজলে এলাহী ও মো. আজিজ নামে আরও ৪ যুবককে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে নেয়ার কথা জানান তিনি।
প্রতিক্ষণ/এডি/বিএ