এক চোখ খোলা রেখে ঘুমায় যে প্রাণী

প্রকাশঃ অক্টোবর ২২, ২০১৫ সময়ঃ ৩:১০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:১৫ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

Nile_crocodile_headঘোড়ার দাড়িয়ে ঘুমিয়ে থাকার কথা জানে না এমন নেই বললেই চলে। আপনিও হতে পারেন তাদের একজন। তবে আপনি জানেন কি কোন প্রনী একচোখ খোলা রেখে বা এক চোখ বন্ধ করে ঘুমাতে পারে।হঁ্যা এ প্রানীটি আমাদের অতি পরিচিত কুমির।

নদীতে কুমিরের ঘুরে বেড়ানো কিংবা ডাঙ্গায় বিশ্রামরত কুমিরকে দেখা যায় সচরাচরই। অন্তত কুমির রয়েছে এমন জায়গা গুলোতে এমন দৃশ্য স্বাভাবিক। কিন্তু বিশালদেহী এ জলজ প্রাণীটি ঘুমায় কিভাবে ? সাধারণত ঘুমের সময় পানির উপরিভাগে অর্থাৎ তীরে এসে কখনো পুরো শরীরে কিংবা কখনো অর্ধেকটা পানিতে ডুবিয়ে থাকতে দেখা যায় কুমিরকে। কিন্তু সেটি ই কি তাদের ঘুমের স্টাইল ? এতো বড় প্রাণীটি ঘুমায়ই বা কিভাবে ?

অস্ট্রেলিয়ার গবেষকরা বলছেন এক চোখ খোলা রেখেই ঘুমাতে পারে কুমির। আর এর মূল কারণ হলো একি সময়ে মস্তিষ্কের মাত্র অর্ধেকটা বন্ধ থাকে এ প্রাণীর। বিজ্ঞানীরা বলছেন এক-চোখের ঘুম কিছুটা অবাক করার মতো হলেও বিরল কিছু নয়। বহু পাখি এবং কিছু ডলফিন সহ অনেক প্রাণীই আছে যারা মস্তিষ্কের অর্ধেক সচল থাকায় ঘুমানোর সময়ও এক চোখ খোলা রাখতে পারে। মূলত কুমির সহ এসব পাণিগুলো শরীরের এক অংশকে বিশ্রামে রেখে অন্যকে সচল রাখতে পারে।

প্রতিক্ষণ/এডি/বিএ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G