এক দশক পর চাঁদপুর পৌরসভার নির্বাচন

প্রকাশঃ মার্চ ২৯, ২০১৫ সময়ঃ ১০:১৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:১৫ পূর্বাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম.  

news_imgদীর্ঘ এক দশক পর চাঁদপুর পৌরসভার নির্বাচন হচ্ছে। তবে এ নির্বাচনে  বিরোধী বিএনপি-সমর্থিত প্রার্থীরা অংশ নেননি। আজ রোববার  সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয় আর চলবে বিকেল চারটা পর্যন্ত।

নির্বাচনে মেয়র পদে লড়ছেন আওয়ামী লীগ-সমর্থিত বর্তমান পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ। তাঁর প্রতীক মোবাইল। নির্বাচনে তাঁর প্রতিপক্ষ সাবেক পৌর চেয়ারম্যান শফিকুর রহমান। এই স্বতন্ত্র প্রার্থীর প্রতীক জগ।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আতাউর রহমান জানান, চাঁদপুর পৌরসভার ৪৯টি কেন্দ্রে মোট ভোটার ১ লাখ ১ হাজার ১২২ জন। চাঁদপুর পৌরসভার সর্বশেষ নির্বাচন হয় ২০০৫ সালে। মামলা-মোকদ্দমার কারণে তিনবার তারিখ ঘোষণার পরও পৌরসভাটির নির্বাচন হয়নি। সর্বশেষ গত ১৫ ফেব্রুয়ারি চতুর্থবারের মতো নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

প্রতিক্ষণ/এডি/রাতুল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G