এক নজরে বিপিএলের ৮ আসর,কাল শুরু ৯ম আসর

প্রথম প্রকাশঃ জানুয়ারি ৫, ২০২৩ সময়ঃ ১২:০৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:০৬ পূর্বাহ্ণ

ক্রীড়া প্রতিবেদক

আজ বাদে কাল বিপিএলের ৯ম আসর মাঠে গড়াবে। প্রতিটি বিপিএল আসর মাঠে গড়ানোর আগে বিপিএলের পেছনের পাতায় কি কি লিপিবদ্ধ আছে তা একটু ফিরে দেখতে চায় সকলেই। সে কারণেই এবারের বিপিএল মাঠে গড়ানোর আগে একটু ফিরে দেখা আগের ৮টি আসরের ইতিহাস।

২০১২ সালে প্রথম আসর অনুষ্ঠিত হয়, প্রথম আসরের ফাইনালে ঢাকা ৮ উইকেটে বরিশালকে হারিয়ে শিরোপা জিতেছিল। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ছিলেন সাকিব আল হাসান।

২০১৩ সালে ২য় আসর অনুষ্ঠিত হয়, ২য় আসরে ঢাকা ৪৩ রানে চট্টগ্রামকে হারিয়ে শিরোপা জিতে নেয়। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ছিলেন সাকিব আল হাসান।

২০১৫ সালে ৩য় আসর অনুষ্ঠিত হয়, ৩য় আসরে কুমিল্লা ৩ উইকেটে বরিশালকে হারিয়ে শিরোপা জিতে নেয়। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ছিলেন আজহার জাইদি।

২০১৬ সালে ৪র্থ আসর অনুষ্ঠিত হয়, ৪র্থ আসরে ঢাকা ৫৬ রানে রাজশাহীকে হারিয়ে শিরোপা জিতে নেয়। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ।

২০১৭ সালে ৫ম আসর অনুষ্ঠিত হয়, ৫ম আসরে রংপুর ৫৭ রানে ঢাকাকে হারিয়ে শিরোপা জিতে নেয়। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ছিলেন ক্রিস গেইল।

২০১৮ সালে ৬ষ্ঠ আসর অনুষ্ঠিত হয়, ৬ষ্ঠ আসরে কুমিল্লা ১৭ রানে ঢাকাকে হারিয়ে শিরোপা জিতে নেয়। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ছিলেন সাকিব আল হাসান।

২০১৯ সালে ৭ম আসর অনুষ্ঠিত হয়, ৭ম আসরে রাজশাহী ২১ রানে খুলনাকে হারিয়ে শিরোপা জিতে নেয়। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ছিলেন এ্যান্ডু রাসেল।

২০২২ সালে ৮ম আসর অনুষ্ঠিত হয়, ৮ম আসরে কুমিল্লা ১ রানে বরিশালকে হারিয়ে শিরোপা জিতে নেয়। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ছিলেন সাকিব আল হাসান।

৮টি আসরে ৩ বার ঢাকা, ৩ বার কুমিল্লা, ১ বার রংপুর ও ১ বার রংপুর শিরোপা জিতেছে।

৮টি আসরে সর্বোচ্চ রান সংগ্রহীকারী

৮টি আসরে সর্বোচ্চ উইকেট সংগ্রহীকারী
সাকিব আল হাসান ১২২

৮ আসরে সেঞ্চুরি হয়েছে মোট ২৫টি
ক্রিস গেইল সর্বোচ্চ ৫টি সেঞ্চুরি করে রেকর্ড গড়ে শীর্ষে আছে
এ্যান্ডরি ফ্লাঞ্চার ২টি
তামিম ইকবাল ২টি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G