এক লাখ টন আলু কিনবে রাশিয়া

প্রকাশঃ এপ্রিল ৩, ২০১৫ সময়ঃ ৬:০৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৩৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

patatoরাশিয়ায় এ বছর এক লাখ টন আলু রপ্তানি  করবে বাংলাদেশ।

বিষয়টি নিয়ে আলোচনা করতে সে দেশের একটি প্রতিনিধিদল শিগগিরই বাংলাদেশ সফরে আসবে।

বৃহস্পতিবার বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ    সচিবালয়ে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার এ নিকোলেভের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা জানান ।

তিনি বলেন, বাংলাদেশি আলুতে ব্যাকটেরিয়া পাওয়ায় তা আমদানিতে রাশিয়ার আপত্তি ছিল।

সম্প্রতি বাংলাদেশের কৃষি বিভাগ আলু ব্যাকটেরিয়ামুক্ত করতে সক্ষম হওয়ায় রাশিয়ায় আলু রপ্তানিতে এখন আর সমস্যা নেই।

প্রসঙ্গত, ২০১৩-১৪ অর্থবছরে রাশিয়ায় ২৮ কোটি ৩৩ লাখ ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ।

বাংলাদেশ রাশিয়ায় তৈরি পোশাক  রপ্তানির চেষ্টা চালিয়ে যাচ্ছে। রাশিয়াও এ দেশ থেকে পোশাক নিতে আগ্রহী।

এ ক্ষেত্রে শুল্ককর-সংক্রান্ত জটিলতা দূর করার চেষ্টা চলছে। তারপরই রাশিয়ার বাজারে পোশাক রপ্তানি সহজ হবে।

প্রতিক্ষণ/এডি/নূর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G