বিনোদন প্রতিবেদক
অনেকদিন বিরতির পর আবারো চলচ্চিত্রে ফিরে এসেছেন সুদিপ দে। ফিরে আসছেন বড় চমক নিয়ে। বছরের শেষে মৌসুমী ও সুদিপ দে যৌথ প্রযোজনায় নির্মাণ করতে যাচ্ছেন তিনটি চলচ্চিত্র।
মৌসুমী ও ওমর সানির প্রযোজনা সংস্থা স্বাধীন প্রযোজনা ও সুদিপ দে’র হূদি টকিজ-এর যৌথ প্রযোজনায় নির্মিত হবে ছবিগুলো। এছাড়া ইম্প্রেস টেলিফিল্মের ‘বাপজানের বায়োস্কপ’ ছবিটি এ দুটি প্রযোজনা সংস্থা ডিস্ট্রিবিউশন করবেন।
এখন ছবিগুলোর গল্প বাছাই ও অভিনেতা-অভিনেত্রী নির্বাচনের কাজ চলছে। ছবিগুলো প্রসঙ্গে চিত্রনায়িকা মৌসুমী বলেন, ‘আমরা বেশ বড় পরিসরেই কাজগুলো করতে যাচ্ছি। শুধুমাত্র ব্লকবাস্টার বা সিনেপ্লেক্সের দর্শকদের জন্য ছবি নির্মাণ করবো না। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সাধারণ মানুষের জন্য নির্মাণ হবে ছবিগুলো। মূলধারার ছবি নির্মাণ হবে। ব্যবসা করতে হলে এবং ছবি সাধারণ মানুষের কাছে পৌঁছাতে হলে মূলধারার ছবি প্রয়োজন।’
ছবিগুলোতে ওমর সানি ও মৌসুমী দু’জনই অভিনয় করবেন। তবে তাদের জুটি হিসেবে আবারও এই ছবিগুলোতে দেখা যাবে কি-না, এ প্রসঙ্গে ওমর সানি বলেন, ‘এখন পর্যন্ত এমন কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। হয়তো বা এমন কোনোকিছু হবে না। তবে আমি আর মৌসুমী আলাদা করে ছবিতে অভিনয় করবো। আর বাকি কাস্ট গোছাচ্ছি।’
সুদিপ দে আবারও ফিরে এসে পুরোদমে কাজ শুরু করছেন ।এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ডিজিটাল আসার পর বিষয়গুলো বুঝলাম। তাই একটু সময় লাগলো ফিরে আসতে। এখন পুরোদমে কাজ করবো।’
প্রতিক্ষণ/এডি/নির্ঝর