‘একইসঙ্গে উন্নয়নের ধারবাহিকতা রক্ষা করতে চাই’
সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী হয়ে সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘এই জয়ে মানুষের ভালবাসার প্রতিফলন ঘটেছে’।
নির্বাচনে বিজয়ে যারা সহযোগিতা করেছেন, তাদের সবাইকে নিয়ে চলার কথা বলেছেন এই আওয়ামী লীগ নেতা।
বিজয়ের মাসে এই জয়কে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও একাত্তরের মুক্তিযোদ্ধাদের উৎসর্গ করেছেন তিনি।
প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনে বৃহস্পতিবার ভোট হয় নারায়ণগঞ্জে। বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খানের প্রায় ৮০ হাজার ভোট বেশি পেয়ে দ্বিতীয় মেয়াদে মেয়র নির্বাচিত হন আইভী।
২০১১ সালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রথম ভোটে নিজের দলের শামীম ওসমানকে হারিয়ে মেয়র হয়েছিলেন সেলিনা হায়াৎ আইভী। তার আগে দুই দফায় নারায়ণগঞ্জ পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করেন মুক্তিযোদ্ধা আলী আহমেদ চুনকার মেয়ে আইভী। তার বাবাও নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।
“যারা আমার বিজয়ে সহযোগিতা করেছেন তাদের নিয়ে পথ চলতে চাই। একইসঙ্গে উন্নয়নের ধারবাহিকতা রক্ষা করতে চাই।”
প্রতিক্ষণ/এডি/শাআ