একটি চিঠির মূল্য আড়াইশ কোটি টাকা

প্রকাশঃ মে ১৮, ২০১৬ সময়ঃ ৫:২৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:২৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

Cithiমাত্র ১২৪ অক্ষরের একটি চিঠির মূল্য ৩২ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় আড়াইশ কোটি টাকা। অবাক করার মতো মনে হলেও, বিষয়টি সত্যি।

সম্প্রতি একাদশ শতাব্দীর চীনা বুদ্ধিজীবীর একটি চিঠি বিক্রি হয়েছে | চীনের ওয়াং জংজুন নামের একজন প্রযোজক সেটি কিনেছেন। প্রায় ৯৩৬ বছর আগে তত্কালীন সং সাম্রাজ্যের সময় চীনা বুদ্ধিজীবী বিখ্যাত গদ্য লেখক জেং গং লিখেছেন নিলামে বিক্রি হওয়া চিঠিটি তাঁর শেষ জীবনে এক বন্ধুকে লিখেছিলেন। তাতে জং তাঁর রাজনৈতিক প্রতিবন্ধকতা এবং একাকিত্বের কথা লিখেছিলেন।

নিলাম প্রতিষ্ঠান ‘চায়না গার্ডিয়ান’-এর বিশেষজ্ঞ লি গুয়াংগুয়া বলেন, ‘চিঠিতে জেং তাঁর হৃদয় ঢেলে দিয়েছিলেন।’ ২০০৯ সালে জেংয়ের এই চিঠি নিলামে বিক্রি হয় প্রায় এক কোটি ৬৫ লাখ ডলারে। কিন্তু মাত্র সাত বছরের মাথায় এর দাম হলো দ্বিগুণ। ওয়াং জংজুন অবশ্য এর আগেও চোখ কপালে ওঠা দামে শিল্পকর্ম কিনেছেন।

প্রতিক্ষণ/এডি/এস আর এস

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G