নিজস্ব প্রতিবেদক:
আর্জেন্টিনা ও চিলির ফাইনাল ম্যাচের টিকিটের দাম ৫২ লাখ!। কি অবাক হচ্ছেন! অবাক হবার কিছু নেই। ল্যাতিন গণমাধ্যম বলছে এই দামেও নাকি টিকিট পাওয়া যাচ্ছে না। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ের আগুনে ঘি ঢালার মত। কারণ আর্জেন্টিনার জন্য ২৩ বছরের বন্ধ্যত্ব ঘুচানোর মিশন আর চিলির জন্য প্রথমবার সেরা হবার সুযোগ।
হবে নাইবা কেন। ঠিক ৬০ বছর আগে আর বর্তমান সময়ে যে মিলে গেলো। ১৯৫৫ সালে কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হয়েছিলো এই আর্জেন্টিনা ও চিলি। মজার ব্যাপার সেবার আয়োজকও ছিলো চিলি। তবে চ্যাম্পিয়ন হয়েছিলো আর্জেন্টিনা। সেজন্য হয়তো আর্জেন্টাইন ভক্তরা চাইবেন ৫ যুগ আগের স্মৃতি আবারো সান্তিয়াগোতে ফিরিয়ে আনতে।
তাতে অবশ্য মেসি নামক একটি নামই হতে পারে যথেষ্ট। কেননা,এই নামের ওপর জোড় দিয়েই ২৩ বছর পর কোপার শিরোপার স্বপ্ন দেখছে আলবিসেলেস্তারা। তবে শঙ্কা একটাই ফাইনালে গিয়ে চূড়ান্ত তালগোল পাকানো। শেষ কোপা আমেরিকা ও বিশ্বকাপ দুটো বড় আসরেই রানার্স-আপ হয়ে সন্তুষ্ট ছিলো আর্জেন্টিনা। এবার আর নয়। হিগুয়েন, অ্যাগুয়েরো, ডি মারিয়া, তেভেজ ও মেসিকে নিয়ে বর্তমান বিশ্ব ফুটবলে ভয়ঙ্কর আক্রমণভাগের কোচ জেরাদোর তাতা মার্তিনোরও এমনই পণ। এরই মধ্যে ডি মারিয়া বলে দিয়েছে, এ আসরের শিরোপা জিতে উৎসবে মাততে চায় আর্জেন্টিনাবাসী।
তবে আর্জেন্টাইনদের উৎসব মাটি করতে প্রস্তুত স্বাগতিক চিলি। ২৮ বছর পর কোপার শিরোপার লড়াইয়ের মঞ্চে উঠেছে তারা। এর আগে চারবার ফাইনাল খেলে স্বপ্ন পূরণ না হওয়া চিলিয়ানরা এবার আগাম প্রস্তুতি নিয়ে রেখেছে। আসরে এখন পর্যন্ত বেশি গোলও চিলির। ভিদাল,সানচেজ ও গুটিরেজরাও মুখিয়ে আছেন সমর্থকদের প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির মেলবন্ধন ঘটাতে।
তাই তো ফাইনাল ম্যাচের টিকিটের দাম আকাশছোঁয়া। ৬ হাজার ডলারের টিকিটের দাম কালোবাজারিতে বিক্রি হচ্ছে প্রায় ২৫ হাজার ডলার দামে। শোনা যাচ্ছে অনেক আর্জেন্টাইন সমর্থকও এসে ভিড় করছে চিলিতে। তবে এইতো ফুটবল। শেষ পর্যন্ত মাঠের লড়াইতো মনে রাখে ভক্তরা। তাই কিনা মহাদেশীয় শ্রেষ্ঠত্বের শিরোপা হাতে তুলতে সমান তালে লড়াই করে শেষ মঞ্চে আর্জেন্টিনা ও স্বাগতিক চিলি। সব ছাপিয়ে দুই ল্যাতিনের শিরোপার লড়াইটা বড় হয়ে উঠছে ফুটবল বিশ্বে।